Last Updated: Wednesday, March 6, 2013, 13:48
প্রয়াত হয়েছেন ল্যাটিন আমেরিকার জুনিয়র ফিদেল কাস্ত্রো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো শাভেজ। তাঁর প্রয়াণের সঙ্গে এক বর্ণময় জীবন বদলে গেল ইতিহাসে। ১৪ বছরের শাসনকাল ছাড়াও তার জীবন ছিল সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। চোখ বুলিয়ে নেব ফিদেল কাস্ত্রোর স্নেহধন্য ভেনেজুয়েলার সেই জননয়াকের জীবনপঞ্জীতে।