Last Updated: June 27, 2012 16:31

পাকিস্তানে বন্দী ভারতীয় সুরজিত্ সিংয়ের মুক্তি ঘিরে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই প্রেসিডেন্সি জেলে আটক ১৪ জন সাজাপ্রাপ্ত বাংলাদেশীর মুক্তির পক্ষে সওয়াল করল রাজ্য মানবাধিকার কমিশন। শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও তাঁরা আটক রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আইনি জটিলতার কারণেই দেশে ফিরতে পারছেন না। বুধবার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শনের পর উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য।
মানবাধিকার কমিশনের মতে বিচার ব্যবস্থার উদাসীনতার কারণেই বহু বন্দি সঠিক বিচার পাচ্ছেন না। এই বিষয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে কমিশন। এছাড়াও প্রেসিডেন্সি জেল মেরামতির কাজ শ্লথ গতিতে চলায় রাজ্যের পূর্ত দফতরের সমালোচনা করে কমিশন।
First Published: Wednesday, June 27, 2012, 16:34