Last Updated: Wednesday, June 27, 2012, 09:00
সরবজিত্ সিংয়ের মুক্তি নিয়ে রাতারাতি অবস্থান বদলে ফেলল পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে পাক প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লা বাবর সংবাদ সংস্থা পিটিআইকে জানান, জানান, সরবজিত সিং নয়, সুরজিত্ সিং নামে অপর এক জেলবন্দি ভারতীয়কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।