Last Updated: December 3, 2012 21:02

অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ তুললেন সদ্য কংগ্রেস ছেড়ে রাজ্য মন্ত্রিসভায় যোগ দেওয়া হুমায়ূন কবীর। একদা অধীর-ঘনিষ্ঠ, বর্তমানে প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর অভিযোগ, অনুগতদের দিয়ে একাধিকবার তাঁকে খুনের হুমকি দিয়েছেন অধীর চৌধুরী।
সেকারণে মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। এবিষয়ে ইতিমধ্যে বেলডাঙ্গা থানায় অভিযোগও দায়ের করেছেন হমায়ুন কবীর। তাঁর আরও দাবি, অধীর চৌধুরী আরও নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত। উপযুক্ত সময়ে সব দুষ্কর্মের প্রমাণ দেবেন বলেও জানিয়েছেন কবীর।
First Published: Monday, December 3, 2012, 21:02