Last Updated: Monday, March 4, 2013, 20:37
তৃণমূল কংগ্রেসের ২০ মাসের সরকারে তৃতীয় বারের শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমে কংগ্রেসের এবং তারপর তৃণমূল কংগ্রেসের হয়ে শপথ নিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শপথ নিলেন বাকি দুই বিধায়কও। আর হেরে গিয়েও মন্ত্রীর কুর্সি আঁকড়ে বসে থাকার সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর। কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল সোমবার। কংগ্রেস বিধায়ক হিসাবে শপথ নেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রায় ২০ মাস বাদে ফের শপথ নিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এখন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক।