Last Updated: July 1, 2014 23:43

হাম্পটি শর্মা এলেন কলকাতায়। সঙ্গে সঙ্গিনী ডাম্পটি। মানে, বলিউডের টিন হার্টথ্রব জুটি বরুণ ধাওয়ান ও আলিয়া ভট। কলকাতায় তাঁদের আগামী ছবি হাম্পটি শর্মা কি দুলহনিয়া-র প্রচারে এসে চড়লেন এক্কেবারে ট্যাক্সির ওপরে। মুহূর্তের মধ্যে মধ্য কলকাতা জুড়ে যানজট। তবে প্রেস কনফারেন্সে ছিল আরও চমক। শুধুই সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে অভিনয় করে দেখালেন ছবিরই একটি মজাদার ডায়লগ সিকোয়েন্স। সব মিলিয়ে, আলিয়া-বরুণ জুটির কলকাতা সফর ছিল জমজমাট!
করণ জোহর প্রযোজিত ও শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিতে বরুণ, আলিয়ার সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ শুক্লা, আশুতোষ রানা। ছবিতে মিউজিক দিয়েছেন সচিন-জিগর ও তোশি সাবরি। আগামী ১১ জুলাই সারা দেশে মুক্তি পাচ্ছে হাম্পটি শর্মা কি দুলহনিয়া।
First Published: Tuesday, July 1, 2014, 23:43