Last Updated: Monday, May 5, 2014, 20:18
দেশে ফিরেছেন রানি-আদিত্য। আর ফিরেই আদিত্য চোপড়ার বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের জন্য নৈশভোজের আয়োজন করলেন চোপড়া দম্পতি। আঁটসাট নিরাপত্তা বেষ্টনীতে ফাঁকফোকড় গলেও নবদম্পতির ছবি তুলতে পারল না মিডিয়া। এমনকী, দুদিন আগে তাঁদের দেশে ফেরার খবরও ছিল সকলের অজানা। দশ বছর ধরে সম্পর্ক গোপন রাখার মতোই বিয়েও রইল পুরোপুরি গোপন।