Last Updated: November 8, 2012 11:15

প্রেসিডেন্ট নির্বাচন শেষ। ওবামা ফের মসনদে। কিন্তু খুশির ফাঁকেও চিন্তার ভাঁজ ফের মার্কিনিদের কপালে। স্যান্ডির পর ফের আমেরিকার দিকে ধেয়ে আসছে সামুদ্রিক ঝড়। স্যান্ডির মতো ভয়ঙ্কর না হলেও, সাবধানতায় কোনও ফাঁক রাখতে নারাজ নিউইয়র্ক এবং নিউ জার্সি প্রশাসন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। নিচু এলাকাগুলিও খালি করা হচ্ছে।
স্যান্ডির তাণ্ডবের ক্ষত এখনও দগদগে। কিন্তু, এরই মধ্যে ফের ঝোড়ো হাওয়া আর উত্তাল সমুদ্রের গর্জনে আরও একবার ত্রস্ত নিউইয়র্ক এবং নিউ জার্সি। স্যান্ডির মতো ভয়ঙ্কর না হলেও ফের আছড়ে পড়তে চলেছে আরেকটি ঝড়। উত্তর-পূর্বে আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসছে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে প্রায় আট ফুট উঁচু ঢেউ। সবমিলিয়ে আরও একবার আতঙ্ক গ্রাস করছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির উপকূলবর্তী এলাকাগুলিকে। ইতিমধ্যেই, নিউ ইয়র্কের পার্ক এবং সৈকতে সাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন কোনও নির্মাণের কাজও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, নতুন করে আবহাওয়া খারাপ হওয়ায় বুধবার জন এফ কেনেডি, লা গার্ডিয়া এবং নেওয়ার্ক বিমানবন্দর থেকে সবকটি উড়ানই বাতিল করে বেশ কয়েকটি বিমান সংস্থা। গত উনত্রিশে অক্টোবর আমেরিকার ১৫ টি প্রদেশে আছড়ে পড়ে বিধ্বংসী ঝড় স্যান্ডি। দিনদুয়েকের তাণ্ডব কেড়ে নেয় একশো নজনের প্রাণ।
First Published: Thursday, November 8, 2012, 11:15