Last Updated: Thursday, November 8, 2012, 11:15
প্রেসিডেন্ট নির্বাচন শেষ। ওবামা ফের মসনদে। কিন্তু খুশির ফাঁকেও চিন্তার ভাঁজ ফের মার্কিনিদের কপালে। স্যান্ডির পর
ফের আমেরিকার দিকে ধেয়ে আসছে সামুদ্রিক ঝড়। স্যান্ডির মতো ভয়ঙ্কর না হলেও, সাবধানতায় কোনও ফাঁক
রাখতে নারাজ নিউইয়র্ক এবং নিউ জার্সি প্রশাসন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে
যাওয়া হচ্ছে বাসিন্দাদের। নিচু এলাকাগুলিও খালি করা হচ্ছে।