হারিকেন স্যান্ডির প্রকোপে বিপর্যস্ত কিউবা

হারিকেন স্যান্ডির প্রকোপে বিপর্যস্ত কিউবা

হারিকেন স্যান্ডির প্রকোপে বিপর্যস্ত কিউবাসামুদ্রিক ঝড় স্যান্ডির তাণ্ডবে বিপর্যস্ত কিউবা। বৃহস্পতিবার সেখানে আছড়ে পড়েছে স্যান্ডি। ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর স্যান্টিয়াগো ডি কিউবার। ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটে কিউবার ঐতিহাসিক শহরে বহু বাড়ি ভেঙে পড়েছে। গাছের ডাল উপড়ে বিপর্যস্ত যান চলাচল। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায়, শহরের অধিকাংশ অঞ্চল অন্ধকারে ডুবে রয়েছে।

স্থানীয় একটি সংবাদসংস্থার খবর, স্যান্ডির রোশে তিন লক্ষাধিক বাড়ির ক্ষতি হয়েছে। বিদ্যুতের অভাবে বিপর্যস্ত জল সরবরাহ। থমকে পড়েছে সরকারি পরিবহণ ব্যবস্থাও। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। কিউবার সরকারি রেডিওর খবর, প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুর্যোগ কবলিত এলাকাগুলি পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। কিউবাজুড়ে ধ্বংসলীলা চালানোর পর এবার স্যান্ডির গন্তব্য জামাইকা। ইতিমধ্যে সেখানে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

First Published: Friday, October 26, 2012, 10:30


comments powered by Disqus