Last Updated: Tuesday, October 30, 2012, 09:46
আমেরিকার উত্তর পূর্ব তটরেখায় আছড়ে পড়ল সুপারস্টর্ম স্যান্ডি। ঝড়ের দাপটে এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝড়ের দাপটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া ও কানেক্টিকাট। প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত স্তব্ধ আমেরিকার পূর্ব উপকূলের জনজীবন। গ্রাউন্ড জিরো, অ্যাটলান্টিক সিটি সহ অনেকগুলি শহর জলমগ্ন। বিদ্যুৎহীন প্রায় তিন লক্ষ মানুষ।