হারিকেন স্যান্ডির দাপটে বিপর্যস্ত আমেরিকার পূর্ব উপকূল

হারিকেন স্যান্ডির দাপটে বিপর্যস্ত আমেরিকার পূর্ব উপকূল

হারিকেন স্যান্ডির দাপটে বিপর্যস্ত আমেরিকার পূর্ব উপকূলহারিকেন স্যান্ডির তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত আমেরিকার পূর্ব উপকূলবর্তী এলাকা। প্রবল ঝড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৩ জনের। বিপর্যস্ত বিদ্যুত পরিষেবা। ঝড়ে উপড়ে গিয়েছে প্রচুর গাছ। আগেই প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাইকা আর বাহামাস দ্বীপপুঞ্জ। কিউবাতেও স্যান্ডির প্রকোপে বহু মানুষ গৃহহীন। তবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে হাইতি দীপপুঞ্জে। শুক্রবার রাত পর্যন্ত শুধু সেখানেই মৃত্যু হয়েছে ২৯ জনের। 

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরছাড়া প্রায় ৩ লক্ষ ৭০ হাজার মানুষ। ১৩১টি অস্থায়ী শিবিরে আশ্রয় মিলেছে ১৭ হাজার ৮০০ জনের।  

First Published: Sunday, October 28, 2012, 10:47


comments powered by Disqus