সেরেনাকে এ বার ডাকুন রেনা নামে

সেরেনাকে এ বার ডাকুন রেনা নামে

সেরেনাকে এ বার ডাকুন রেনা নামেশারাপোভা থেকে সুগারপোভা হয়নি, কিন্তু সেরানা থেকে রেনা হবে কি! আর সেরেনা উইলিয়ামস নয় এ বার মার্কিন কিংবদন্তি এই টেনিস তারকা খেলতে পারেন রেনা নাম নিয়ে। আসলে নাকি সেরেনার আগে নাম ছিল রেনা। কোনও এক আত্মীর সঙ্গে নামের মিল হওয়ায় পরিবর্তন করে রাখা হয় `রেনা`র আগে `সে` বসিয়ে দেওয়া হয়।

কিন্তু সেরেনা আবার চান তাঁকে সবাই ডাকুক রেনা নামে  সেরেনা এখন চায়না ওপেনে খেলতে বেজিংয়ে গিয়েছেন। সেখান থেকে নিজের নাম পরিবর্তনের বিপ্লবটা শুরু হেয় গিয়েছে। সেরানার ভক্তদের সবচেয়ে বড় সংস্থার নাম সেরান আর্মি থেকে হয়ে গিয়েছে রেনা আর্মি। তবে চিনা ওপেনে সেরানা উইলিয়ামস নামেই তিনি খেলবেন।

এদিকে বেজিং আন্তর্জাতিক বিমানবন্দের নেমে সেরানা পৌঁছে বললেন, ভারত আর চিন সমান। অনেক লোক দেখতে পাওয়া যায়, অনেকের ভালবাসা পাওয়া যায়।





First Published: Tuesday, October 1, 2013, 12:38


comments powered by Disqus