Last Updated: Tuesday, October 1, 2013, 10:19
শারাপোভা থেকে সুগারপোভা হয়নি, কিন্তু সেরানা থেকে রেনা হবে কি! আর সেরেনা উইলিয়ামস নয় এ বার মার্কিন কিংবদন্তি এই টেনিস তারকা খেলতে পারেন রেনা নাম নিয়ে। আসলে নাকি সেরেনার আগে নাম ছিল রেনা। কোনও এক আত্মীর সঙ্গে নামের মিল হওয়ায় পরিবর্তন করে রাখা হয় `রেনা`র আগে `সে` বসিয়ে দেওয়া হয়।