বচ্চনে মজেছেন লিও

বচ্চনে মজেছেন লিও

বচ্চনে মজেছেন লিও সম্প্রতি উল্ফ অফ ওয়ালস্ট্রিট ছবির জন্য সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব সম্মান পেয়েছেন লিওনার্দ ডি`ক্যাপ্রিও। তবে ভারতীয়দের মনে এখনও তিনি রয়েছেন টাইটানিকের জ্যাক হিসেবেই। অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য গ্রেট গ্যাটসবি ছবিতে অভিনয় করেছিলেন লিওনার্দয়র তারপরই প্রতিভাবান ভদ্রলোক-এর ভক্ত হয়ে গেছেন লিও। অমিতাভের সঙ্গে আবারও অভিনয় করতে চান লিও।

এক বিবৃতিতে লিওনার্দ বলেছেন, "মিস্টার বচ্চন শুধু তাঁর প্রতিভা ও অভিনয় ক্ষমতা দিয়ে আমাকে অনুপ্রাণিত করেননি, ওনার ব্যক্তিত্বে আমি মুগ্ধ। ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত। ছোট চরিত্রেও উনি যেভাবে কাজ করেন সেটা অভাবনীয়। আমি ভবিষ্যতেও ওনার সঙ্গে কাজ করতে চাই।"

বাজ লহরম্যান পরিচালিত ছবি দিয়ে নিজের আন্তর্জাতিক ছবির যাত্রা শুরু করেছেন অমিতাভ। এফ. স্কট ফিত্জেরাল্ডের উপন্যাসের ওপর তৈরি ছবিতে মেয়র উলশেমের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ।



First Published: Monday, January 13, 2014, 21:21


comments powered by Disqus