ক্ষমা ভিক্ষা নয়, আত্মসমর্পণ করব: সঞ্জয় দত্ত

ক্ষমা ভিক্ষা নয়, আত্মসমর্পণ করব: সঞ্জয় দত্ত

ক্ষমা ভিক্ষা নয়, আত্মসমর্পণ করব: সঞ্জয় দত্ত"আমি (আদালতের কাছে) ক্ষমার আর্জি করছি না। আমার দেশের শীর্ষ আদালতের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি নির্দিষ্ট সময়েই আত্মসমর্পণ করব।" মুম্বই বিস্ফোরণ নিয়ে শীর্ষ আদালতের রায় ঘোষণার পর এই প্রথম সাংবাদিকদের সামনে এলেন সঞ্জয় দত্ত। পাশে ছিলেন বোন প্রিয়া দত্ত। আদালতের রায়ে যে তিনি এবং তাঁর পরিবার বিপর্যস্ত সে কথাও সাংবাদিকদের বলেন তিনি। পরিশেষে তিনি বলেন, "আমি আমার দেশকে ভালবাসি।"

গত সপ্তাহেই সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর আগে তিনি ১৮ মাস জেলে ছিলেন। ২০ মার্চের সাজা ঘোষণার পর আরও সাড়ে তিন বছর জেলে কাটাতে হবে তাঁকে। আগামী চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে মুন্না ভাইকে।

অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ২০০৬-এ তাঁর ছ`বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ টাডা আদালত। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সঞ্জয় দত্ত।

First Published: Thursday, March 28, 2013, 11:09


comments powered by Disqus