Last Updated: Sunday, December 8, 2013, 13:24
পুনের ইয়েরওয়াড়া জেলে খুনের অভিযোগে ১৪ বছর ধরে সাজা খাটছেন শেখ আজিজউদ্দিন। তার মা, ৭২ বছরের মহমুদা খনম মৃত্যুশয্যায়। প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিল আজিজইদ্দিনও। কিন্তু ছুটি মঞ্জুর হয়নি তার। অন্যদিকে, স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি পেয়েছেন একই জেলের সেলেব্রিটি বন্দী সঞ্জয় দত্ত।