Last Updated: January 17, 2013 22:47

আই লিগ নিয়ে আবার জটিলতা। মোহনবাগানের নির্বাসন তুলে নেওয়ায় ফেডারেশনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চার্চিল ব্রাদার্স। ফেডারেশনকে তিন পাতার নোটিস পাঠিয়ে চার্চিল ১৬ রাউন্ড পর্যন্ত মোহনবাগানের সব ম্যাচ বাতিলের দাবি তুলেছে। তা ছাড়া ম্যাচের সব পয়েন্ট বিপক্ষ দলকে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। দাবি না মানলে ফেডারেশনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চার্চিল ব্রাদার্স। মোহনবাগানের নির্বাসন তুলে নওয়ার যুক্তি নিয়েও প্রশ্ন করেছে চার্চিল ব্রাদার্স।
First Published: Thursday, January 17, 2013, 22:47