Last Updated: March 14, 2012 21:08

রেলের যাত্রীভাড়া বাড়িয়ে নজিরবিহীন ভাবে দলের রোষের মুখে পড়েছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। জল্পনা তৈরি হয়েছে, তাঁর পদত্যাগ নিয়ে। যদিও নিজের সিদ্ধান্তেই অনড় রেলমন্ত্রী সাফ বলেছেন, ``আমি আমার কাজ করেছি। আমি ভগবানকেও ভয় পাই না।``
যাত্রীভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করবেন না বলেও জানিয়ে দিয়েছেন দীনেশ ত্রিবেদী। যাত্রী ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ``রেল আইসিইউ-তে চলে যাচ্ছিল। আমি আইসিইউ থেকে তুলে আনার কাজ করেছি।`` যাত্রীভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস। রেলমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল নেত্রীর চোখ রাঙানিকে উপেক্ষা করেই রেলমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দলের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই তিনি ভাড়া বাড়িয়েছেন।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ``কোনও ক্ষমতাই চিরস্থায়ী নয়। দেশের যাতে ভালো হয়, সেই কাজই আমি করেছি।``
First Published: Wednesday, March 14, 2012, 21:08