Last Updated: Wednesday, March 14, 2012, 21:08
রেলের যাত্রীভাড়া বাড়িয়ে নজিরবিহীন ভাবে দলের রোষের মুখে পড়েছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। জল্পনা তৈরি হয়েছে, তাঁর পদত্যাগ নিয়ে। যদিও নিজের সিদ্ধান্তেই অনড় রেলমন্ত্রী সাফ বলেছেন, ``আমি আমার কাজ করেছি। আমি ভগবানকেও ভয় পাই না।``