Last Updated: October 9, 2012 22:17

ভারতীয় ক্রিকেটারদের উপর চটেছে বায়ুসেনা। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,তাঁদের ব্যস্ত সূচির জন্য তাঁরা কোনও ক্রিকেটারকে সুখোই চড়ার সুখ দিতে পারবেন না।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,তাঁদের ব্যস্ত সূচির জন্য আগামি কয়েকবছর তাঁরা কোনও ক্রিকেটারকে সুখোই চড়ার সুখ দিতে পারবেননা। তবে সূত্রের খবর,ক্রিকেটারদের উপর চটেছেন এয়ারফোর্সের কর্তারা।এক বছর আগে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন স্বীকৃতি দেওয়া হয়েছে সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনিকে।কিন্তু পরবর্তী সময়ে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও পাওয়া যায়নি দুই ক্রিকেটারকে। সম্প্রতি সেনার বার্ষিক কুচকাওয়াচে আমন্ত্রণ পাওয়া সত্বেও যাননি মহেন্দ্র সিং ধোনি। উল্লেখ্য ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ধোনিকে লেফটনেন্ট কর্নেল স্বীকৃতি দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে ক্রিকেটারদের এরকম আচরণে চটেছেন এয়ারফোর্সের কর্তারা।পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সও নিম্নমুখী।এতেই প্রচন্ড চটেছেন বিমানবাহিনীর কর্তারা।অতএব সুখোইয়ের সুখ বা মিগের মেগা গ্লাইডিং থেকে এখন দূরেই থাকতে হচ্ছে ধোনিদের।
First Published: Tuesday, October 9, 2012, 22:17