Last Updated: Thursday, January 2, 2014, 21:13
ক্রিকেটের সঙ্গে বলিউডের রোমান্সের সিলসিলা বেশ পুরনো। অঞ্জু মহেন্দ্র-গ্যারি সোবার্স, নীনা গুপ্তা- ভিভ রিচার্ডস, দেবশ্রী রায়-সন্দীপ পাতিল থেকে শুরু করে হাল আমলের দীপিকা পাড়ুকোন-যুবরাজ সিং-মহেন্দ্র সিং ধোনি, ঈশা সর্বানী- জাহির খান...তালিকাটা বেশ দীর্ঘ। এবার সেই লম্বা লিস্টিটে নাম রেখালেন ভারতীয় ক্রিকেটের নয়া সুপারস্টার বিরাট কোহলি। বলিউড সুন্দরী অনুষ্কা শর্মায় মন মজেছে ধোনি ব্রিগেডের এই তারকা ব্যাটসম্যানের। যদিও কোহলি বা অনুষ্কা কেউই জনসমক্ষে একথা স্বীকার করছেন না। কিন্তু তাঁদের ডেটিং বৃতান্ত নিয়ে বর্তমানে নিয়ে সন্দেহ নেই কারোরই। গত বছরের নভেম্বরের ১২ তারিখ বিরাট-অনুষ্কার প্রেম কাহানীর কথা প্রথম প্রকাশ্যে আনে একটি সংবাদ মাধ্যম। তারপর থেকেই এই হট জুটির রোমান্স নিয়ে একসঙ্গে গুঞ্জনে সামিল ২২গজ আর রুপোলী পর্দা।