Last Updated: March 23, 2014 10:21

টি ২০ বিশ্বকাপে আজ সেমিফাইনালে ওঠার হাতছানি ভারতের সামনে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ের রবিবাসরীয় সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ধোনি বাহিনী। এমনিতে আফ্রিদি, হাফিজদের যেভাবে উড়িয়ে দিয়ে জয় এসেছে ভারতের, তাতে আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে থাকার কথা। কিন্তু রবিবারের ম্যাচে ভারতের প্রতিপক্ষ এমন একজন যার বিরুদ্ধে লড়তে যাওয়ার আগে আত্মবিশ্বাস শব্দটা বিশেষ কাজে আসে না।
কারণ টি ২০তে তিনি চলা মানে বাকি সব অচল। তিনি ক্রিস গেইল। হালের বাংলা সিনেমা হলে যাঁকে নিয়ে অনায়াসে ডায়লগ লেখা যায় `এক ছোবলেই ছবি` কিংবা `মারবে এখানে বল পড়বে স্ট্যান্ড ছাড়িয়ে`। তবে ভারতের ব্যাটিংও কিছু কম যায় না। ধাওয়ান দারুণ ফর্মে নেই ঠিকই কিন্তু নামটাই যথেষ্ট। সৌরভের টিপসে নতুন রায়না তো একেবারে দলের গয়না। আর কোহলি তো বিরাট ভরসার। সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ অপেক্ষা করছে।
First Published: Sunday, March 23, 2014, 10:21