Last Updated: Sunday, March 23, 2014, 10:21
টি ২০ বিশ্বকাপে আজ সেমিফাইনালে ওঠার হাতছানি ভারতের সামনে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ের রবিবাসরীয় সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ধোনি বাহিনী। এমনিতে আফ্রিদি, হাফিজদের যেভাবে উড়িয়ে দিয়ে জয় এসেছে ভারতের, তাতে আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে থাকার কথা। কিন্তু রবিবারের ম্যাচে ভারতের প্রতিপক্ষ এমন একজন যার বিরুদ্ধে লড়তে যাওয়ার আগে আত্মবিশ্বাস শব্দটা বিশেষ কাজে আসে না।