ভাতা বন্ধ, তাই সরকারের বিরুদ্ধে পথে ইমামদের সংগঠন

ভাতা বন্ধ, তাই সরকারের বিরুদ্ধে পথে ইমামদের সংগঠন

ভাতা বন্ধ, তাই সরকারের বিরুদ্ধে পথে ইমামদের সংগঠনইমামদের ভাতা বন্ধ নিয়ে সরকারের বিরুদ্ধে এবার পথে নামল ইমামদের ২২টি সংগঠন। আজ রানি রাসমণি রোডে বিশাল সমাবেশ করেন ইমামরা। সভা থেকে ঘোষণা করা হয়েছে, অবিলম্বে ভাতা চালু না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু  হবে। 

ইমামদের ভাতা ঘোষণাকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। তার পর থেকে বন্ধ ভাতা। প্রতিবাদে পথে নামলেন ইমামরা।

রানি রাসমণি রোডে বিশাল সমাবেশ। এই সমাবেশ মঞ্চ থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করলেন ইমামরা।

কামারুজ্জমান বললেন, আমরা ভিক্ষা চাই না। আমাদের দাবি, ওয়াকফ বোর্ড থেকে সম্পত্তির টাকা দিতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার ইমামদের পাশেই আছে।

তবে আন্দোলনকারীদের দাবি, আইনগতভাবে দিতে হবে ভাতা। সিদ্দিকুল্লা চৌধুরী যেমন বললেন, ভাতা দিতে হবে‍। অর্থাত্‍ সময় যাচ্ছে ততই কিন্তু জটিল হচ্ছে পরিস্থিতি।

First Published: Tuesday, September 10, 2013, 17:17


comments powered by Disqus