Last Updated: Wednesday, September 4, 2013, 20:30
ইমাম ভাতা বন্ধে হাইকোর্টের রায় ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের ইমাম সম্প্রদায়। একটা অংশ যখন আঙুল তুলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, অন্য অংশের তখন দাবি, দরকারে অর্ডিন্যান্স জারি করে ভাতা চালু রাখার ব্যবস্থা করবে রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ইমামদের ভাতা দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত অসাংবিধানিক। হাইকোর্টের সিদ্ধান্ত ঘিরে দ্বিধাবিভক্ত রাজ্যের ইমামরা।