Last Updated: December 14, 2013 08:50

ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল মার্কিনযুক্তরাষ্ট্রের একটি স্কুল চত্ত্বর। কোলারাডোর একটি হাই স্কুলে এক ছাত্র হঠাৎ করেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তার গুলিতে দু`জন গুরুতর আহত। পরে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে বন্দুকবাজ ছাত্রটি।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কোলোরাডোর এরাপাহো হাই স্কুলে ভয়াবহ এই ঘটনাটি ঘটে।
কোলোরাডোর শেরিফ গ্রেসন রবিনসন জানিয়েছেন বন্দুকবাজ ছাত্রটির হামলার প্রাথমিক লক্ষ্য ছিল এরাপাহো হাই স্কুলের একজন শিক্ষক। ঘটনার আভাস পেয়েই ওই শিক্ষককে স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান যে নিজের বন্দুকের গুলিতেই নিহত হয়েছে হামলাকারি ছাত্রটি।
ছাত্রটির পরিচয় সংবাদমাধ্যমের কাছে গোপন রাখা হয়েছে।
প্রসঙ্গত, এই এরাপাহো স্কুলের অদূরে কোলাম্বাইন হাই স্কুলে ১৯৯৯ সালে দুই সিনিয়র ছাত্রের বন্দুকের গুলিতে ১২জন ছাত্র প্রাণ হারায়।
First Published: Saturday, December 14, 2013, 08:50