Last Updated: Saturday, December 14, 2013, 08:50
ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল মার্কিনযুক্তরাষ্ট্রের একটি স্কুল চত্ত্বর। কোলোরাডোর একটি হাই স্কুলে এক ছাত্র হঠাৎ করেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তার গুলিতে দু`জন গুরুতর আহত। পরে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে বন্দুকবাজ ছাত্রটি।