হুগলিতে পোলিও ভ্যাক্সিনের বদলে হেপাটাইটিস বি ভ্যাক্সিন খেয়ে হাসপাতালে ভর্তি হল ১২৪জন শিশু

হুগলিতে পোলিও ভ্যাক্সিনের বদলে হেপাটাইটিস বি ভ্যাক্সিন খেয়ে হাসপাতালে ভর্তি হল ১২৪জন শিশু

হুগলিতে পোলিও ভ্যাক্সিনের বদলে হেপাটাইটিস বি ভ্যাক্সিন খেয়ে হাসপাতালে ভর্তি হল ১২৪জন শিশু হুগলির গোঘাটে ১২৪ জন শিশুকে পোলিও ভ্যাক্সিন খাওয়ানোর বদলে ভুল করে হেপটাইটিস বি- ভ্যাক্সিন খাইয়ে দিলেন স্বাস্থ্য কর্মীরা। অসুস্থ শিশুদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিডিও।

চিকিতসা বিভ্রাটের এই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা স্বাস্থ্যকর্মীদের আটকে রাখেন। পরে বিডিও ভুল স্বীকার করে ওই শিশুদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে অবরোধ ওঠে। ঘটনার জেরে কর্মরত ছয় স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিস।  

First Published: Monday, September 16, 2013, 11:17


comments powered by Disqus