Hepatitis B - Latest News on Hepatitis B| Breaking News in Bengali on 24ghanta.com
হুগলিতে পোলিও ভ্যাক্সিনের বদলে হেপাটাইটিস বি ভ্যাক্সিন খেয়ে হাসপাতালে ভর্তি হল ১২৪জন শিশু

হুগলিতে পোলিও ভ্যাক্সিনের বদলে হেপাটাইটিস বি ভ্যাক্সিন খেয়ে হাসপাতালে ভর্তি হল ১২৪জন শিশু

Last Updated: Monday, September 16, 2013, 11:17

হুগলির গোঘাটে ১২৪ জন শিশুকে পোলিও ভ্যাক্সিন খাওয়ানোর বদলে ভুল করে হেপটাইটিস বি- ভ্যাক্সিন খাইয়ে দিলেন স্বাস্থ্য কর্মীরা। অসুস্থ শিশুদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিডিও।