Last Updated: January 23, 2013 20:54

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন ধোনিরা। মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল ভারত।
টসে জিতে এ দিন ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৭ রান করে। ইংল্যান্ডের পক্ষে কুক আর পিটারসন দু`জনেই ৭৬ রান করেন। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গৌতম গম্ভীরের উইকেট হারিয়ে একটু চাপে পড়ে ভারত। কিন্তু রোহিত শর্মা ও সুরেশ রায়নার অনবদ্য ব্যাটিং ভারতের জয় নিশ্চিত কর দেয়। ভারত পাঁচ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
রোহিত শর্মা ৮৩ ও রায়না ৮৯ রান করেন। এই জয়ের ফলে ৭৬ ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন ধোনি। সৌরভ গাঙ্গুলিকে টপকে এই কৃতিত্ব অর্জন করেন মাহি।
First Published: Wednesday, January 23, 2013, 20:54