Last Updated: Friday, March 15, 2013, 10:48
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের রেশ কাটিয়ে দ্বিতীয়দিনে জমজমাট মোহালি টেস্ট। দিনের শেষে সাত উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার ঝুলিতে ২৭৩ রান। কোয়ান আর ওয়ার্নারের ওপেনিং জুটি অসি বাহিনীর যুদ্ধের সূচনাটা ভাল করলেও তারপরে শেন ওয়াটসনের বদলি স্মিথ ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারেননি। দুই অসি ওপেনারের ১৩৯ রানের পার্টনারশিপ যখন রানের পাহাড়ের ইঙ্গিত দিচ্ছিল ঠিক তখনই খেলায় ফিরে আসেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ানদের দূর্গে প্রথম ফাটলটা ধরান রবীন্দর জাদেজা।