পাকিস্তানকে হারিয়ে আজলানে লাজ বাঁচাল ভারত

পাকিস্তানকে হারিয়ে আজলানে লাজ বাঁচাল ভারত

পাকিস্তানকে হারিয়ে আজলানে লাজ বাঁচাল ভারতভারত (৪) পাকিস্তান (২)

আজলান শাহ হকি প্রতিযোগিতায় বড় লজ্জা বাঁচল ভারত। রবিবার পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতায় সবার শেষে থাকার লাজ বাঁচল ভারতীয় দল।

ছ`দেশীয় প্রতিযোগিতায় পঞ্চম হল মাইকেল নবসের দল। পঞ্চম স্থান নির্ধারক ম্যাচে ভারত ৪-২ গোলে হারাল পাকিস্তানকে। চিরপ্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচটা আজকের নাটকীয়তার পর্যায়ে চলে গেছিল। তবে শেষ হাসি হাসল ভারতই। রাউন্ড রবিন লিগের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল বারত।
প্রতিযোগিতায় পাঁচটা দেশের মধ্যে একমাত্র পাকিস্তানকে হারাতে পেরেছে ভারত।






First Published: Sunday, March 17, 2013, 16:58


comments powered by Disqus