Last Updated: Tuesday, March 12, 2013, 17:50
সুলতান আজলান শাহ কাপ হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাল ভারত। মঙ্গলবার মালয়েশিয়ার ইপোয় পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকল ভারত। পাকিস্তান প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। এক গোলে হজম করে খোঁচা খাওয়া বাঘ হয়ে তিন গোল দিয়ে ম্যাচ করে নেয় মাইকেল নবসের দল।