Last Updated: October 30, 2012 22:48

ভারতীয় `এ` দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন মনোজ তেওয়ারি। ম্যাচে ৯৩ রান করে টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করলেন বাংলার অধিনায়ক।
মনোজ এদিন মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া করেন। মনোজের ইনিংস সাজানো ছিল ১২টা বাউন্ডারি দিয়ে। প্রথম দিনের শেষে ভারতীয় `এ` দলের স্কোর ৯ উইকেটে ৩৬৯। ওপেনিং করতে নেমে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন অভিনব মুকুন্দ। মিডল অর্ডারে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেন যুবরাজও। মাত্র ৯৫ বলে ৫৯ রান করেন যুবি। ৭টি চারের পাশাপাশি চারটে বিশাল ছয়ও মারেন তিনি। যুবরাজের এই ইনিংসের পর ভারতীয় টেস্টে দলে তাঁর ফেরা একপ্রকার নিশ্চিত। তবে বড় রান পেতে ব্যর্থ হন রায়না আর ঋদ্ধিমান সাহা। দু`জনেই ২০ রানে আউট হন। ইংল্যান্ডের হয়ে ব্রেসনান আর সোয়ান ৩টি করে উইকেট পান।
First Published: Tuesday, October 30, 2012, 22:48