Last Updated: Tuesday, January 29, 2013, 22:01
ইরানি ট্রফির জন্য অবশিষ্ট ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার তিন ক্রিকেটার মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুদিনের ম্যাচের জন্য বোর্ড সভাপতি একাদশেও জায়গা পেয়েছেন সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন দিনের ম্যাচের জন্য ভারতীয় এ দলে জায়গা পেয়েছেন মনোজ তেওয়ারি। কিন্তু কোনও দলে জায়গা পাননি ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে থাকা অশোক দিন্দা। অবশিষ্ট ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র সেওয়াগ।