Last Updated: July 9, 2013 09:28

ক্যারিবিয়ান মুলুকে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার কাজটা বেশ কঠিন হয়ে গেল ভারতের। সোমবার রাতে শ্রীলঙ্কা আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে হারিয়ে দেওয়ায় ফাইনালে উঠতে গেলে এখন কোহলিদের সামনে জোড়া চ্যালেঞ্জ। আজ কোহলিরা নামছেন শ্রীলঙ্কার বিরুদ্ধ ডু অর ডাই ম্যাচে।
খেতাবি লড়াইয়ে আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে কোহলিদের শুধু শ্রীলঙ্কাকে হারাতে তো হবেই, সঙ্গে পেতে হবে বোনাস পয়েন্ট। ভারতের কাজটা এতটা কঠিন হতো না, যদি সোমবার শ্রীলঙ্কা হেরে যেতে গেইলদের কাছে। নতুন অধিনায়ক কোহলি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। বলছেন, জিততে তো হতই, এখন যা বড় জয় লাগবে।
গ্রুপ টেবিলে এখন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ একই জায়গায় দাঁড়িয়ে। গেইলরা ৪ ম্যাচে ৯ পয়েন্ট, ম্যাথিউজরা ৩ ম্যাচে ৯ পয়েন্ট। ভারত সেখানে ৩ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রান রেটে অবশ্য কিছুটা এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তবে এখনও কোনও দলই ফাইনালে ওঠেনি।
বৃষ্টিতে ব্যাহত গেইল বনাম সঙ্গাকারা ম্যাচ দু দিন ধরে চলল। কুমার সাঙ্গাকারা আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের দাপটে ওয়েস্ট ইন্ডিজ হারল ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৯ রানে।
First Published: Tuesday, July 9, 2013, 09:28