দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারতহায়দরাবাদে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ১০৬। ভারতের ইনিংস চারশো আটত্রিশ রানে শেষ হয়ে যাওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র তিরিশ রানের মধ্যে ম্যাকুলাম এবং গুপ্তিলে উইকেট হারায় কিউইরা। তারপর আর অশ্বিন এবং প্রজ্ঞান ওঝার স্পিনের সামনে দাঁড়াতে পারেননি টেলররা।

ভারতের হয়ে অশ্বিন ৩টি এবং ওঝা ২টি উইকেট পেয়েছে। এর আগে প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলে অলআউট হয়ে যায় ভারত। চেতেশ্বর পূজারা ও ধোনির অনবদ্য ব্যাটিং ভারতকে ৪০০ রানের দোরগোড়ায় পৌঁছে দেয়। পূজারা ১৫৯ রানে আউট হন। ধোনি ৭৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। শেষদিকে অশ্বিনের ৩৭ রান ভারতকে ৪০০ রান পার করে দেয়।







First Published: Friday, August 24, 2012, 18:39


comments powered by Disqus