Last Updated: Wednesday, January 22, 2014, 16:20
যতই শক্তিশালী দল হোক, ৩৫০-র উপর রান হোক, ভারত ফুঁতকারে উড়িয়ে দিতে পারে যদি হয় ঘরের মাঠ। কিন্তু বিদেশের মাটিতে বিশ্বের এক নম্বর দল, একদিনের ফরম্যাটে সেরা সেরা খেলোয়াড় থাকা সত্ত্বেও কেমন যেন হীনমন্য খেলার বহিঃপ্রকাশ হয়, আর এর রহস্য ভেদ করতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ ব্যর্থ। `বিদেশের মাটিতে ভারতের স্বপ্নভঙ্গ` এই লাঞ্চনা ভারতের দীর্ঘদিনের। ফের প্রমাণ করল আরও একবার হ্যামিলটনে হেরে। সঙ্গে ভারত আরও একটি প্রাপ্তি ওয়ান ডের সিংহাসন হারানো।