Last Updated: February 28, 2012 00:09

চার বছর আগে বেজিং অলিম্পিকে যোগ্যতাঅর্জন করতে পারেনি ভারতীয় হকি দল। রবিবার দিল্লিতে অবশ্য ফ্রান্সকে উড়িয়ে দিয়ে লন্ডনের টিকিট নিশ্চিত করে ফেলেছেন ভরত ছেত্রীরা। দলের অধিনায়ক ভরত ছেত্রীর মতে অলিম্পিকে ভাল ফল করার ক্ষমতা রাখেন তাঁরা।
৮ বছর পর আবার অলিম্পিকে দেখা যাবে ভারতীয় হকি দলকে। ২০০ বেজিংয়ের টিকিট পেতে ব্যর্থ হয়েছিল ভারত। কিন্তু রবিবার সন্ধায় সব ব্যর্থতা, যন্ত্রণা দিল্লিতে ধুয়ে ফেললেন ভরতরা। ফ্রান্সকে ৮-১ গোলে উড়িয়ে দেওয়ার পর উচ্ছ্বাসে মেতে উঠেছিল দলের সাজঘর। মাঠে আক্রমনাত্মক মূডে থাকা খেলোয়াড়রা মেতে উঠেছিলেন নাচ-গানে। ম্যাচের নায়ক সন্দীপের মতে এই জয় ভবিষ্যতে আরও ভাল খেলার অনুপ্রেরণা যোগাবে। কোয়ালিফাইং রাউন্ডে ভারত চুয়াল্লিশটি গোল করে। গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত।
First Published: Tuesday, February 28, 2012, 00:11