Last Updated: Tuesday, August 27, 2013, 16:41
মুন্নাভাইয়ের মন্ত্রে মুগ্ধ ফ্লাশিং মিডো। রাজকুমার হিরানির সিনেমায় মুন্নাভাই বলেছিলেন, জাদু কা ঝাপ্পি দিলে মন ভাল হয়, মনের দুঃখ দূর হয়। প্রথম রাউন্ডের ম্যাচে হেরে বিদায় নিয়ে সেটাই করলেন ফ্রান্সিসকো স্কিয়াভোনি। ২০১০ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন স্কিয়াভোনি ঠিক সেটাই করলেন। বল বয়কে `জাদু ঝা ঝাপ্পি` দিয়ে নিজের হারের শোক মেটালেন। ৩৩ বছরের এই টেনিস খেলোয়াড় ০-৬, ১-৬ হারলেন সেরেনা উইলিয়ামসের কাছে। ম্যাচের মাঝেই সার্ভের সময় বল নিতে গিয়ে স্কিয়াভোনি জড়িয়ে ধরেন এক বল বয়কে।