`অস্তিত্বরক্ষার` আজলানেও বিদায় ভারত

`অস্তিত্বরক্ষার` আজলানেও বিদায় ভারত

`অস্তিত্বরক্ষার` আজলানেও বিদায় ভারতআজলান শাহ কাপ হকি থেকে বিদায় নিল ভারত। বৃহস্পতিবার ইপোয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। ছয় দেশীয় এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন লিগে ভারত চারটের ম্যাচের মধ্যে তিনটেতেই হারল। পাকিস্তানকে হারানোর পর কিউইদের বিরুদ্ধে নামাটা মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল মাইকেল নবসের ছেলেরা। কিন্তু বাস্তবে হল ঠিক উল্টো। কয়েকবছর ধরে পুরুষদের হকিতে দারুণ খেলা কিউইদের কাছে ভারতীয়রা আজ আত্মসমর্পণ করলেন। এদিন দুদলেরই কাছে এই ম্যাচ ছিল ডু অর ডাই। প্রথমার্ধে বেশ সতর্ক হয়ে খেলতে দেখা যায় দুলদকেই। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত আক্রমণাত্মক ভাবে শুরু করেন কিউইরা। ম্যাচের ৪০ মিনিটে গোলমুখ খোলেন নিউজিল্যান্ডের অ্যান্ডি হেওয়ার্ড। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

তারপর ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান কোরি বেনেট। এদিন বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ভারত। তাছাড়া দুটি পেনাল্টি কর্নার হাতছাড়া করেন রুপিন্দররা। এদিনও বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান ভারতের গোলরক্ষক পি শ্রীজেস। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ভারত। পয়েন্ট তালিকায় ভারতের স্থান পঞ্চম।   অলিম্পিকে একটা সময় সোনা জেতাটা অভ্যাস ছিল ভারতের। এখন সেই অলিম্পিকে যোগ্যতাঅর্জন করাটাই আসল হয়ে দাঁড়ায়। বিশ্বকাপ কোনওদিনই ভারত ভাল ফল করতে পারেনি। হকি বিশ্বে ভারতের অস্তিত্ব বোঝা যেত আজলান শাহ কাপে। কিন্তু সেখানেও এবার বোঝা গেল হকিতে `হায় হায়` অবস্থাটা আরও বাড়ছে।





First Published: Thursday, March 14, 2013, 19:01


comments powered by Disqus