Last Updated: Thursday, March 14, 2013, 18:16
আজলান শাহ কাপ হকি থেকে বিদায় নিল ভারত। বৃহস্পতিবার ইপোয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। ছয় দেশীয় এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন লিগে ভারত চারটের ম্যাচের মধ্যে তিনটেতেই হারল।