Last Updated: December 30, 2013 19:41

ভারত- ৩৩৪, ২২৩। দক্ষিণ আফ্রিকা-৫০০, ৫৯/০
ডারবান টেস্টে ১০ উইকেটে লজ্জার হার হল ভারতের। এই হারের ফলে দুই টেস্টের সিরিজে ০-১ ফলে হেরে গেল ভারত। তার মানে দাঁড়াল দক্ষিণ আফ্রিকার মাটি থেকে মহেন্দ্র সিং ধোনির দল ওয়ানডে সিরিজের পর টেস্টেও হেরে ফিরেছে।
বিশ্বকাপ দু`দুবার জেতা হলেও দক্ষিণ আফ্রিকায় এবারও টেস্ট সিরিজ জেতা হল না ভারতের। গতবার ধোনির নেতৃত্বে তবু টেস্ট সিরিজে ড্র করে ফেরা গিয়েছিল, কিন্তু এবার তাও হল না। কোনওরকমে প্রথম টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে লজ্জার হার হল।
আজ ম্যাচের শেষ দিনে ভারতের লড়াইটা ছিল শুধুই ম্যাচ বাঁচানোর। সেই ম্যাচ বাঁচানোর দিনের প্রথম বলেই আউট হয়ে যান কোহলি। স্টেইনগানে কোহলির আউটের পর বোল্ড হয়ে যান পুজারা (৩২)। কিছু পরে ফিলান্ডারের বলে আউট রোহিত শর্মাও (২৫)। বাকিরা যখন এভাবে আত্মসমর্পন করছেন তখন লড়লেন শুধু আজিঙ্কা রাহানে। শতরান থেকে ৪ রান দূরে থাকা অবস্থায় ফিলিন্ডারের বলে বোল্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৩ রানে। স্টেইন নেন ৩ টি উইকেট, স্পিনার রবিন পিটারসেন নেন ৪ উইকেট।
জয়ের জন্য ৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রোটিয়া ওপেনাররা ঝড়ের গতিতে সেই রান তুলে ফেলেন। ডারবানে যে এভাবে ভরাড়ুবি হবে তা ভাবা যায়নি। কারণ বৃষ্টি বিঘ্নিত এই টেস্টে ভারত একটা সময় বেশ ভাল জায়গায় ছিল। প্রথম ইনিংসে একটা সময় ভারতের স্কোর ছিল ১ উইকেটে ১৯৭ রান। কিন্তু শেষ অবধি সেই এক ফল। আবার লোকের সেই চিত্কার শুরু.. ওই দেখ ঘরের মাঠে বাঘরা, বিদেশের মাঠে কেমন ইঁদুর বনে গেল।
পুরো স্কোরবোর্ড
First Published: Monday, December 30, 2013, 19:42