Last Updated: Monday, November 19, 2012, 11:08
সব উত্কণ্ঠাকে দূরে সরিয়ে রেখে মোতারা টেস্ট ৯ উইকেটে জিতে নিল ভারত। সেই সঙ্গে বদলার সিরিজের প্রথম ধাপটা চড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনিরা। গত বছর বিলেতে ইংল্যান্ডের কাছে ০-৪ হারের বদলা নিতে নেমে এই সিরিজ খেলতে নামা ভারত ঘরের মাঠে সিরিজটা শুরু করল দারুণ। গত বছর কুকুরা ঘরের মাটিতে ধোনিদের বিরুদ্ধে ৪-০ জেতার শুরু করেছিলেন লর্ডস দিয়ে। সেই সিরিজে ভারতের বিরুদ্ধে লর্ডসে ইংল্যান্ড জিতেছিল ১৯৬ রানে। আর বদলার সিরিজের প্রথম টেস্ট মোতেরায় ভারতের জয় এল ৯ উইকেটে। কুক-প্রায়রকে ফিরিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান প্রজ্ঞান ওঝা। ওঝা দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট।