হকিতে হার ভারতের

হকিতে হার ভারতের

হকিতে হার ভারতেরঅলিম্পিক হকিতে দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারত। নিউজিল্যান্ডের কাছে ১-৩ গোলে হারল নবসের দল। প্রথমে সন্দীপ সিংয়ের গোলে ভারত এগিয়ে গেলেও শেষপর্যন্ত কিউই ঝড়ের কাছে হার মানে সন্দীপ-সর্দাররা।নেদারল্যান্ডসের পর এবার নিউজিল্যান্ডের কাছে হারল ভরত ছেত্রীর দল।

গ্রুপ বি-র এই গুরুত্বপূর্ন ম্যাচে প্রথমে সন্দীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। এরপর আর দাঁড়াতেই পারেননি ইগনেস তিরকে-শিবেন্দ্র সিংরা। ব্লুটার্ফে পরপর তিনটি গোল করে কিউই অ্যাটাকের কাছে কুপোকাত ভারত। বুধবার দিনের শুরু থেকেই নবসের স্ট্র্যাটেজিতে মাত করছিল ভারতীয় হকি দল। কিন্তু এক গোলে এগিয়ে যেতেই ম্যাচের রাশ টানা দূরে থাক, খেই হারিয়ে ফেলে ভারতীয় দল। হকি বিশেষজ্ঞদের ধারনা, এই হারের পেছনে রয়েছে ভারতীয় হকি খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস।
 






First Published: Wednesday, August 1, 2012, 21:34


comments powered by Disqus