তিরন্দাজিতে প্রায় শেষ ভারতের চ্যালেঞ্জ

তিরন্দাজিতে প্রায় শেষ ভারতের চ্যালেঞ্জ

তিরন্দাজিতে প্রায় শেষ ভারতের চ্যালেঞ্জমঙ্গলবার দিনের শুরুটা দারুন করলেও শেষপর্যন্ত এঅলিম্পিক থেকে বিদায় নিলেন রাহুল ব্যানার্জি। দলগত বিভাগে বিদায় নিলেও মঙ্গলবার দিনের শুরুতে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ম্যাচেই জয় পেয়ে বাংলার রাহুল পৌঁছে যান শেষ ১৬-য়। কিন্তু শেষরক্ষা হল না। প্রিকোয়ার্টারে পোল্যান্ডের ডোব্রোওলস্কির কাছে ৭-৩ ফলে হেরে বিদায় নিলেন রাহুল ব্যানার্জি।
 
রাহুলের মতোই মঙ্গলবার চূড়ান্ত ব্যর্থ আরেক ভারতীয় তীরন্দাজ জয়ন্ত তালুকদার। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকব উইকির কাছে একেবারে ৬-০ ফলে কার্যত উড়ে যান জয়ন্ত।
 
মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে দারুন লড়াই করেও হার মানলেন ভারতের চেকরোভালু সুরু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নিকোলসের কাছে টাইব্রেকারে হেরে যান চেকোরভালু। শেষপর্যন্ত ৫-৬ ফলে হেরে বোম্বেলা দেবীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা তীরন্দাজ হিসেবে অলিম্পিক থেকে বিদায় নিলেন চেকরোভালু সুরু।






First Published: Tuesday, July 31, 2012, 21:09


comments powered by Disqus