Last Updated: Sunday, August 25, 2013, 16:36
তিরন্দাজিতে ফের বিশ্বসেরা হল ভারতের মহিলা দল। রবিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন দীপিকা কুমারীরা। রিকার্ভ বিভাগে ভারতীয় মহিলা দলে দীপিকা কুমারীর সঙ্গে দলে ছিলেন লাইশরাম বোম্বাইলা দেবী এবং রিমিল বুরিয়া। টানটান উত্তেজনার ফাইনালে দীপিকারা জিতলেন ২১৫-২০৯।