সুপার সিরিজে বিদায় ভারতের, India out of Super Series

সুপার সিরিজে বিদায় ভারতের

সুপার সিরিজে বিদায় ভারতেরঅস্ট্রেলিয়াতে হকির সুপার সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হল ভারতীয় দল। গ্রুপ লিগের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক-চার গোলে হেরে গেল ভরত ছেত্রীর নেতৃত্বাধীন ভারত। ফাইনালে উঠতে গেলে,অশ্ট্রেলিয়াকে হারাতেই হত। কিন্তু ভারতীয় দল একেবারেই প্রত্যাশিত ছন্দে খেলতে পারেনি। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সর্দার সিং। দুটো হার আর একটা ম্যাচ জিতে চারদেশীয় এই টুর্নামেন্টে সবার শেষ থাকল ভারত। রবিবার পাকিস্তানের সঙ্গে ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে নামবেন ভরত
ছেত্রীরা। 

First Published: Sunday, October 23, 2011, 13:14


comments powered by Disqus