Last Updated: June 12, 2013 09:35

শান্তির মাপকাঠিতে পৃথিবীতে বসবাস যোগ্য নিকৃষ্টতম পঁচিশটি দেশের মধ্যে স্থান করে নিল ভারত। মঙ্গলবার দ্য গ্লোবাল পিস ইনডেক্সের (জিপিআই) প্রকাশিত তালিকা অনুযায়ী ২০১২তে বিশ্বের ১৬২টি দেশের মধ্যে ভারতের শান্তির নিরিখে ভারতের স্থান ১৪১।
এই তালিকা অনুযায়ী প্রতিদিন ভারতে অভ্যন্তরীণ হিংসার শিকার হয়ে প্রাণ হারান দু`জনের বেশি মানুষ। জীবন বিপন্ন হয় অন্তত ৭৯৯ জনের।
২০১২তে ভারতে ক্রমবৃদ্ধিমান রাজনৈতিক হিংসা, কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিবেশ, জঙ্গী হানা, সাধারণ মানুষের অপরাধমনস্কতা, প্রতিরক্ষা খাতে ভারতের প্রচুর অর্থব্যয়, মাওবাদী সমস্যা এবং সীমান্তে প্রতিবেশী দেশ গুলির সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির জেরে ভারত জিপিআইয়ের শান্তিপূর্ণ দেশের তালিকায় নীচের দিকে ঠাঁই মিলেছে ভারতের।
তবে হাস্যকর হলেও এই ২০১১-এর তুলনায় এই তালিকায় তিন ধাপ এগিয়ে এসেছে ভারত। প্রত্যাশিত ভাবেই এই তালিকায় ভারতের থেকেও বেশ খানিক নীচে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তবে নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা কিন্তু এই তালিকায় বেশ খানিকটা এগিয়ে ভারতের থেকে। ভারতীয় উপমহাদেশের মুখ রক্ষা করে পৃথিবীতে বসবাসযোগ্য সেরা ২০টি দেশের মধ্যে ঠাঁই করে নিয়েছে ভুটান।
জিপিআই এর তালিকা অনুযায়ী পৃথিবীর সর্বাধিক শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। মধ্য আফ্রিকা রিপাবলিকান এই তালিকায় সবথেকে নীচের জায়গাটি দখল করে আছে।
তবে সারা পৃথিবীতেই ২০১১-এর তুলনায় শান্তি কমেছে ৫%।
First Published: Wednesday, June 12, 2013, 09:35